[ভূমিকাংশ থেকে]
মামুন সারওয়ার আমার প্রিয় ছড়াকার। নিষ্ঠা, একাগ্রতা ও সাধনার জোরে মামুন সারওয়ার আজ খ্যাতি অর্জন করেছেন। বহুমাত্রিক পরিচয় তাঁর। ‘ছোটদের সময়’ নামে অসাধারণ এক ছোটদের পত্রিকা প্রায় নিয়মিত প্রকাশ করে থাকেন। সমকালের লেখকদের মধ্যে সম্ভবত মামুন সারওয়ারেরই প্রথম ছড়াসমগ্র প্রকাশিত হলো। এ বড় আনন্দের সংবাদ। ঈর্ষাকাতর, হতাশাগ্রস্ত এক সাহিত্য সমাজের আমরা বাস করি। যেখানে সাফল্যের সংবাদে আমরা খুশি হতে পারি না। সবচেয়ে বড় কথা লোকছড়ার ঢঙে লেখা ছোট ছোট ছড়াগুলো আমকে ভীষণ আপ্লুত করে। মাঝে মাঝে অনুভব করি-মামুনের মতো মিষ্টি ছড়া লিখতে আমরা কি ব্যর্থ হয়েছি? –আমীরুল ইসলাম।
Reviews
There are no reviews yet.