অধ্যাপক মুনতাসীর মামুন এই নতুন গ্রন্থে ১৯৪৭ থেকে ১৯৫৪ সালের রাজনীতির দিকটি তুলে ধরেছেন। এ সময়ের গুরুত্বপূর্ণ ঘটনা মুসলিম লীগের কর্তৃত্বের অবসান ও আওয়ামী লীগের উত্থান। তিনি শুধু এ সময়কালের রাজনীতির ন্যারেটিভ দিতে চাননি, কতগুলো প্রশ্নও উত্থাপন করেছেন। যেমন, যে মুসলিম লীগের নেতৃত্বে একটি দেশের সৃষ্টি হলো সে মুসলিম লীগ ১০ বছর যেতে না যেতেই হারিয়ে গেল কেন? অন্যদিকে, আওয়ামী লীগ কয়েকবার বিলুপ্ত হওয়ার পর আবার পুনর্জীবিত হলো কীভাবে? মুসলিম লীগের বড় অবদান ‘পাকিস্তান’ বা ‘পাকিস্তানায়ন’ প্রত্যয় সৃষ্টি। মুসলিম গেল, পাকিস্তান গেল, বাংলাদেশ হলো ৫০ বছর। তারপরও ‘পাকিস্তানায়ন’ প্রত্যয়টি বাঙালির মনে রয়ে গেলে কীভাবে?
এ বইতে অধ্যাপক মুনতাসীর মামুন নতুন তথ্যের আলোকে প্রথম বারের মতো এইসব প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করেছেন।
Reviews
There are no reviews yet.