ফজলুর রহমান বিশ শতকের অন্যতম গুরুত্বপূর্ণ ও আলোচিত ধর্মতাত্ত্বিক। ‘মেজর থিমস অভ দি কোরআন’ তাঁর প্রধান গ্রন্থগুলোর একটি। বিশ্বব্যাপী অনেকগুলো বিশ্ববিদ্যালয়ে পাঠ্যও এটি।
ফজলুর রহমান সনাতনী ধারার ধর্মীয় শিক্ষার ঐতিহ্যে লালিত হলেও পশ্চিমী ধর্মতত্ত্ব ও দর্শনের সাথে পরিচিতির সূত্রে ধর্মতত্ত্বকে বিচার করার উভয় ধরনটিই রপ্ত করেছিলেন। তাঁর সকল রচনায় উভয় ঘরানার সাথে বোঝাপড়ার ছাপ স্পষ্ট। আধুনিকতাবাদী ধারার অন্যতম প্রধান ইসলামী চিন্তাবিদ ও পণ্ডিত হিসেবে তিনি পশ্চিমা সভ্যতা ও জ্ঞানকাণ্ডের মুখোমুখি হওয়া মুসলমানদের ধর্ম ও তত্ত্বজিজ্ঞাসাকে নতুন করে বুঝবার যে চেষ্টা করেছেন, তারই ফলাফল এই গ্রন্থ। বর্তমান গ্রন্থটিতে পাঠক একদিকে পশ্চিমের নানান পণ্ডিত ও ধর্মবেত্তারা কোরআনকে যেভাবে দেখেছেন ও পরিচয় করিয়ে দিয়েছেন, তার একটি নৈর্ব্যক্তিক পরিচয় পাবেন; অন্যদিকে এই সকল বিষয়ে ফজলুর রহমানের মৌলিক ভাবনারও মুখোমুখি হবেন। বহুক্ষেত্রে তিনি যেমন তাঁর পুর্বসূরিদের ভাবনার সাথে একমত হয়েছেন, বহুক্ষেত্রে সেগুলোকে তিনি খারিজও করেছেন। এইসব বৈশিষ্ট্যের কারণেই বর্তমান গ্রন্থটি কোরআন বিষয়ে অন্যতম আকরগ্রন্থ হিসেবে পরিগণিত হয়ে আসছে।
Reviews
There are no reviews yet.