“… ছড়াকার শ্যামল কুমার সরকার রচনায় মুক্ত, স্বাধীন, কৌশলী। স্বতন্ত্র বৈশিষ্ট্যে উজ্জ্বল। তাঁর ছড়াগুলো প্রাণবন্ত, বেগবান। ছড়া রচনায় তিনি সহজ, অনাড়ম্বর এবং স্বচ্ছন্দ। বিষয় নির্বাচনে অনায়াসসিদ্ধ। তাঁর ছড়ায় আছে মায়ের স্পর্শ, আছে মাটির গন্ধ। আছে বড় হওয়ার স্বপ্ন পূরণের আশা জাগানিযা সুর–
‘অনেক বড় স্বপ্ন আমার আছে
অনেক বড় হবো আমি ভর দুনিয়ার কাছে।’
শ্যামরের দেখার চোখ আর লেখার হাত দুটোই প্রশংসনীয়। গ্রাম বাংলার চিরন্তন শৈশবজীবনের গল্প শুনিযেছেন ছঢ়ার ছন্দের শৃঙ্খলায়। … শিশু-কিশোরদের পাশাপাশি বড়রাও ফিরে যাবেন প্রিয় শৈশবে, তা বেশ জোর দিয়েই বলা যায়। –জ্যোতির্ময় সেন।
Reviews
There are no reviews yet.