“১৯৭১: যাঁদের রক্তে সিক্ত এই মাটি” বইটির ফ্ল্যাপ এর লেখা:
মহান মুক্তিযুদ্ধের নির্দলীয় ও নিরপেক্ষ ইতিহাস ও সাহিত্য সম্পর্কে অনেকের ধারণা স্পষ্ট নয়। স্বাধীনতা-উত্তরকালে রচিত ও হাতের কাছে পাওয়া পঠিত মুক্তিযুদ্ধ-সাহিত্যগুলোর অধিকাংশই স্মৃতি-আশ্রয়ী এবং আবেগে ভরপুর। সত্যিকার বস্তুনিষ্ঠ বয়ান ধরে রাখবার চেষ্টা খুব বেশি হয়নি। সেই সীমাবদ্ধতা কাটিয়ে উঠতে সাহায্য করবে মুক্তিযুদ্ধ ও ক্ষুদ্র নৃগোষ্ঠী বিষয়ক স্কলার সালেক খোকন-কৃত ১৯৭১ : যাদের রক্তে সিক্ত এই মাটি গ্রন্থটি।
অভিনব এই গ্রন্থে মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী যুদ্ধাহত বীরের যুদ্ধস্মৃতি, জাতিরাষ্ট্র হিসেবে বাংলাদেশের জন্ম, শ্রেণিহীন সমাজ গঠনের প্রত্যয় ও অন্যান্য ভাবনাপুঞ্জ সুচারুভাবে বর্ণিত হয়েছে। রচনাগুলো আকর্ষণীয়, সুখপাঠ্য কিন্তু বেদনাবহ। গ্রন্থভুক্ত মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারণা অত্যন্ত সংযত, অসংবৃত, প্রগলভ; তাঁদের প্রত্যাশার বদল ঘটেনি কখনো, আগাগোড়াই তাঁরা৷ দেশপ্রেমী। তাঁরা পৌরাণিক কোনো চরিত্র নন, বরং বাঙালি বীর । তাদের রক্ত, ঘাম, ত্যাগে সৃষ্ট বাংলাদেশ আজ বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছে।
গ্রন্থটিতে কথোপকথন, সরল গদ্য ঢঙে লেখা রচনাগুলো থেকে একজন সত্যসন্ধানী স্কলারের মননচর্চার পরিচয় পাওয়া যাবে। লেখকের বিবেচনায় আমাদের খাটিত্বের নির্ণায়ক হলো যুদ্ধাহতদের আপন চৈতন্যের উদ্দীপনা ও দেশপ্রেম। তাদের গতিময়তাই আমাদের প্রেরণা। গ্রন্থটির বিষয়বস্তু। সুবিন্যস্ত। লেখকের ভাবনা নিরপেক্ষ, ভাষা। প্রাঞ্জল এবং কৃত্রিম বৈদগ্ধ্যের বাতাবরণমুক্ত। ফিল্ডওয়ার্কধর্মী রচনাগুলোতে প্রজ্ঞার স্বাক্ষর সহজেই বহু স্থানে চোখে পড়ে। আর এজন্য বর্তমান ও ভবিষ্যৎ পাঠকের কাছে এটি আকরগ্রন্থ হিসেবে বিবেচিত হবে, এই আমাদের বিশ্বাস।
Reviews
There are no reviews yet.