বাংলাদেশের জনগণের সম্পদ রক্ষার সংগ্রামে আনু মুহাম্মদ অন্যতম প্রতীকে পরিণত হয়েছেন। বাংলাদেশের সাম্রাজ্যবাদরোধী লড়াইয়ের এই পুরোধা মানুষটির চোখে বিপ্লবের স্বপ্নভূমি কিউবারকে দেখার তাৎপর্য নানা দিক দিয়েই বিশাল। এই অর্থে আনু মুহাম্মদের এই বইটি নিছক কোনো ভ্রমণ কাহিনি নয়, বরং কিউবার বিপ্লবের অর্জনগুলোকে বাংলাদেশের একজন পরিবর্তনাকাঙ্ক্ষী অর্থনীতিবিদের দিক থেকে বুঝে নেয়ার চেষ্টা যেমন, তেমনি বাকি দুনিয়ার সাথে কিউবার তুলনাও বইটিকে আকর্ষণীয় করে তুলেছে।
কিউবার গত শতকের মধ্য ভাগ থেকে যে পরীক্ষা নিরীক্ষা আর রূপান্তরের মধ্য দিয়ে গিয়েছে, তার তুলনা পৃথিবীর ইতিহাসে বিরল। প্রবল শক্তিধর মার্কিন যুক্তরাষ্ট্রের প্রায় পেটের ভেতর থেকেও, অজস্র হামলা-হুমকি ও ষড়যন্ত্রের মুখোমুখি হয়েও জনগণের বিপ্লবকে শুধু টিকিয়ে রাখেনি, শিক্ষা-স্বাস্থ্য-মানব সম্পদ উন্নয়নে বিশ্বের মাঝে প্রথম সারিতে জায়গা করে নিয়েছে। শাসনব্যবস্থায় জনসম্পৃক্ততার, জনগণের অংশগ্রহণের নতুন কাঠামো হাজির করেছে কিউবার। কিউবার বিপ্লবের চেতনা কীভাবে ল্যাটিন আমেরিকায় ছড়িয়ে পড়লো, কীভাবে কিউবা গোটা পৃথিবীর বিপ্লবের স্বপ্নভূমিতে পরিণত হলো, তারই একটা অসাধারণ বিবরণ ‘বিপ্লবের স্বপ্নভূমি কিউবা’।
কিউবার বিপ্লবের পথ কুসুমাস্তীর্ণ ছিল না। নানা প্রতিবন্ধকতা-দারিদ্র্য-চক্রান্ত মোকাবেলা করতে হয়েছে কিউবাকে। সহ্য করতে হয়েছে সোভিয়েত ইউনিয়নের পতনের মতো বিপর্যয়। ফলে মানব ইতিহাসে এত বড় পরীক্ষা আর কোথাও সম্পন্ন হয়নি। হতাশা-সংশয় আর হাজারো সীমাবদ্ধতার পরও কিউবার অভিজ্ঞতার মূল্য অসীম। আনু মুহাম্মদ এর চোখ দিয়ে কিউবাকে দেখার এই অভিজ্ঞতা সকল পাঠকেরই স্বপ্নকে আরও সাহসী করবে, ভাবতে উদ্বুদ্ধ করবে।
Reviews
There are no reviews yet.