করোনাকালে যে বিপর্যয়কর অভিজ্ঞতার মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ গেলেন, তা কি মহামারির আকস্মিক আগমনের ফল, নাকি মহামারিপূর্ব আর্থ-সামাজিক ঘটনাবলিরই ধারাবাহিকতা, এই অত্যন্ত জরুরি প্রশ্নটি বর্তমান গ্রন্থের কেন্দ্রীয় বিষয়। করোনাকালে বাংলাদেশের অভিজ্ঞতার অর্থনৈতিক-রাষ্ট্রনৈতিক ও সমাজতাত্তি¡ক বিশ্লেষণ যেমন অত্যন্ত জরুরি, তেমনি এর পূর্বাপর অনুধাবনটিও জরুরি। গ্রন্থটিতে করোনাকালের মানবিক বিপর্যয়ের ধরনটিকে যেমন বোঝার চেষ্টা করা হয়েছে, তেমনি বাংলাদেশের শাসকশ্রেণির নব্য উদারতাবাদী অর্থনৈতিক ও মতাদর্শিক অবস্থান যে আগে থেকেই এই বিপর্যয়ের প্রেক্ষপট তৈরি করে রেখেছিল, সেই বিষয়টিকেও পরিষ্কার করা হয়েছে।
করোনাকাল যে শুধু একটি স্বাস্থ্যখাতগত সঙ্কট নয়, বরং এই জনস্বাস্থ্যগত বিপর্যয়টিকে বুঝতে বাংলাদেশের উন্নয়ননীতি, জ্বালানি নীতি, পরিবেশ নীতি, এমনকি বিচার ব্যবস্থাসহ পুরো রাষ্ট্রব্যবস্থার সামগ্রিক হালচালকেও বুঝে নিয়েই আগাতে হয়, সেই ধারণাগুলো পাঠক পাবেন করোনাপূর্ব সময়ের প্রবন্ধগুলো থেকে। এরই ধারাবাহিকতায় করোনা বিপর্যয়ের কালটিতে কী ঘটেছে, কী করা যেতে পারতো এবং করোনার ক্ষয়ক্ষতির সাথে কীভাবে সম্পদের প্রাচুর্যের নয়, বরং সম্পর্ক রয়েছে রাষ্ট্রীয় নীতির, তারই বিস্তারিত বিশ্লেষণ রয়েছে এই গ্রন্থটিতে। পাঠক উপলদ্ধি করবেন, গ্রহটিকে ধ্বংস করবার সকল বন্দোবস্তই এই নব্য উদারতাবাদী দর্শনে বৈধ, কিন্তু মানুষের প্রাণরক্ষার কোনো ব্যবস্থা সেখানে আকাঙ্ক্ষিত নয়।
Reviews
There are no reviews yet.