হায়দার আনোয়ার খান জুনো এদেশের রাজনৈতিক ও সাংস্কৃতিক অঙ্গনের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব। ষাটের দশকে আইয়ুব খান বিরোধী আন্দোলনে অন্যতম ছাত্রনেতা ছিলেন তিনি। মুক্তিযুদ্ধের গুরুত্বপূর্ণ সংগঠক হিসেবে ভ’মিকাই শুধু পালন করেননি, ভারতের সহায়তা ছাড়াই দেশের ভেতরে মুক্তাঞ্চল গড়ে তুলে বীরোচিত প্রতিরোধ যুদ্ধে নেতৃত্ব দিয়েছেন। স্বাধীন ভূখণ্ডে তাদের যুদ্ধের অবসান হয়নি। নতুন রাষ্ট্রে অগণতান্ত্রিকতা, লুণ্ঠন আর নিপীড়নের রাজত্বের বিরুদে্ধু গণতন্ত্রের লড়াই অব্যাহত রাখেন।
হায়দার আনোয়ার খান জুনোর আত্মজীবনী পাঠ তাই পাকিস্তান পরবর্তী সময়ের রাজনৈতিক ঘটনাবলির এক অনন্য দলিল। অজস্র ঘটনা, অজস্র মানুষের সাক্ষাৎ পাঠক এই গ্রন্থটিতে পাবেন, পাবেন রাজনৈতিক বাঁক পরিবর্তনের সাক্ষ্য। বরাবরই ঘটনার কেন্দ্রে অবস্থান করেছেন বলে ভ’মিকা রাখবার সুযোগ যেমন তার হয়েছে, তেমনি সুযোগ হয়েছে অন্যদের ভূমিকাও দেখার, ঘটনা প্রবাহকেও পর্যবেক্ষণ করার। একইসাথে তাঁর নির্মোহ ও সৎ মূল্যায়নও এই আত্মজীবনীর একটা বড় সম্পদ। এইসব কারণেই হায়দার আনোয়ার খান জুনোর ‘আগুনঝরা সেই দিনগুলো’ নিঃসন্দেহে বাংলাদেশের রাজনৈতিক সাহিত্যের ইতিহাসে একটা গুরুত্বপূর্ণ সংযোজন।
বাংলাদেশের ইতিহাসের বহু ছিন্নসূত্র জোড়া লাগাতে আগুনঝরা সেই দিনগুলো গ্রন্থটির সাক্ষ্য যেমন কাজে লাগবে, তেমনিভাবে উৎসুক পাঠকও এই আত্মজীবনী পাঠে কয়েক দশকের অভিজ্ঞতার মাঝে নিজেকে খুঁজে পাবেন।
Reviews
There are no reviews yet.