কবিতা নিয়ে আসলে তেমন কিছু বলার নেই। কবিতা একেক জনের কাছে ধরা দেয় একেক রূপে। তারপরও কবিরা বলার চেষ্টা করেন–উপমা, রূপক, উৎপ্রেক্ষা ইত্যাদি নিয়ে। এই গ্রন্থের কবিতাগুলো মানুষের ভেতরের সত্যকে উন্মোচিত করেছে, একথা নিঃসন্দেহে বলা যায়; যে সত্যগুলো মানুষ নিজেরা কখনোই বলতে চান না।
আমি মৃণালিনী, নৈরাশ্য আমার, কে তুমি, ভাঙা সঙ্, সোনার শোভা, আমিও কী তামারে বাসিনি ভালো, শীত ও সবজি, অপরাহ্নের ফুল, দিনেশ, নূতন কোনো বিপ্লবে, স্বীকারোক্তি, সন্তাপ, তুমি তো সেই স্বাধীনতা, স্মৃতি মানে না প্রহসন, অশান্ত সময়!, তুমি কী মানুষ”
উপর্যুক্ত শিরোনামের কবিতাগুলোর অভিঘাত পাঠককে এক অচেনা জগতের সন্ধান দেয়Ñযা সত্যিই ভালোলাগার এক অনবদ্য সৃষ্টি। কবিতা নিয়ে তিনি ভণিতা করেননি। কবিতাকে দুর্বোধ্য না করে, সহজ-সরল-প্রাঞ্জলভাবে প্রকাশ করেও যে পাঠকের চিত্ত জয় করা সম্ভব তা প্রমাণ করে এই কবিতাগুলো।
Reviews
There are no reviews yet.