না, কোন কবিতা নয়, কবিতামালাও নয়! কবিতার জন্ম হয়? মনের ভেতরে আকাশের তারার মতোন ঝরে চলে কষ্টের স্বেদ–তাকেই কি অশ্রু বলে লোকে? সবার কাছেই রয়ে যাক সে মহার্ঘ্য রত্ন ছোঁয়ার আড়ালে। একান্ত গোপন রক্তস্রোত যেন। কতদিন, রোদ-বৃষ্টি, তৃষ্ণ-তৃপ্তি কাকে কাছে পেতে চায় মানুষ একান্ত অনুভবে? কোন এক বিপ্রতীপে মাখামাখি হয়ে মরে গিয়ে তবে সুখ!
কিছুই জানে না মানুষ সচেতনভাবে। জানে শুধু আপন মনের গভীর গোপন কক্ষটি। নিজের বৃত্তের মাঝে আলোর সন্ধান করেন কবি। অতৃপ্ত তৃষ্ণা বেড়েই চলে। নিজেরে সন্ধান করে অবিরাম। … সব আলো অাঁধারে কণাগুলো মনের কোণে উঁকি দিতে থাকে। ধারা যায় না হয়তো ঠিকমতো। তবু টের পাওয়া যায়–হোক তা অধরা তবু তা মাধুরী নিশ্চয়ই। এমন মাধুরী খোলা মাঠে বিকোবার নয়, কিন্তু প্রকাশের পথ খোঁজে এইসব গোপন কোরক। এমন গোপন কোরকগুলোই কথা হয়ে ওঠে ইসমত শিল্পীর হৃদয়-আলোতে। –অনীত রায়।
Reviews
There are no reviews yet.