রুশ বিপ্লব যেমন বিংশ শতাব্দীর সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনার একটি; সোভিয়েত উনিয়নের পতনও তাই। যে রুশ বিপ্লব শুধু সোভিয়েত ইউনিয়নেই নয় সারাবিশ্বেই পরিবর্তনের মানুষের শক্তি ও মর্যাদা বৃদ্ধিতে অভূতপূর্ব ভূমিকা পালন করেছিল, তার প্রাণ কীভাবে ক্ষয়প্রাপ্ত হলো সেই প্রশ্নের উত্তর অনুসন্ধান বিশ্বব্যাপীই এখনো চলছে। ২০১৭ সালে পার হয়েছে রুশ বিপ্লবের শতবর্ষ। সারা দুনিয়ায় নানাভাবেই এই শতবর্ষ যেমন উদযাপিত হয়েছে, তেমনি নতুন করে শুরু হয়েছে সমাজতন্ত্র প্রতিষ্ঠার অভিজ্ঞতার পর্যালোচনা।
অনুন্নত দেশে সমাজতন্ত্র: সংগ্রাম ও অভিজ্ঞতা গ্রন্থটি বাংলাদেশে এই প্রয়াসের একটি উল্লেখযোগ্য পদক্ষেপ। লেখক আনু মুহাম্মদ এই গ্রন্থে রুশ বিপ্লবের মাধ্যমে সোভিয়েত ইউনিয়ন প্রতিষ্ঠা, পরিবর্তনের নানা চড়াই-উৎরাই, বিতর্ক, পঞ্চবার্ষিক পরিকল্পনা, আমলাতন্ত্র ঘিরে নব্যশ্রেণির জন্ম ও বিকাশ, একইসময়ে পুঁজিবাদী বিশ্ব ব্যবস্থার গতিপ্রকৃতি, প্রান্তস্থ দেশগুলোর পরিস্থিতি, চীন বিপ্লব ও পরবর্তী বিকাশ, সংকট ও বিতর্ক, পূর্ব ইউরোপে সমাজতন্ত্রের ধরন ও সংকট, কিউবার শক্তি ইত্যাদি বিষয় পর্যালোচনা করেছেন গভীর অভিনিবেশে।
সোভিয়েত ইউনিয়নের পতনই মানুষের মুক্তির লড়াইয়ের শেষ কথা নয়, বরং সোভিয়েত ইউনিয়ন পরবর্তী প্রায় তিন দশকে বিশ্বব্যাপী চলমান পুঁজিবাদের একচেটিয়া দাপট, যুদ্ধ ও ধ্বংসের বাস্তবতাই মানুষকে নতুন করে পুঁজিবাদ অতিক্রম করার লড়াইয়ে যুক্ত করছে। একইসাথে এই লড়াইয়ে তৈরি হচ্ছে ভবিষ্যতের সমাজের নতুন কল্পনা। কোনো সন্দেহ নেই যে অতীতের ব্যর্থতা ও অর্জনের যথাযথ বোঝাপড়াই এই নতুন কল্পনাকে শক্তি যোগাবে।
বর্তমান গ্রন্থটি সেই ব্যর্থতা ও অর্জনের বোঝাপড়ারই এক গুরুত্বপূর্ণ চেষ্টা। সে কারণে পরিবর্তনকামী প্রত্যেকের জন্য এই গ্রন্থটি খুবই কাজে লাগবে।
Reviews
There are no reviews yet.