সিঙ্গারের মোট চৌদ্দটি বাছাইকৃত গল্প এই সংকলনে অন্তভুৃক্ত হয়েছে। বিষয়বৈচিত্র্যের দিক দিয়ে সিঙ্গারের একটি প্রতিনিধিত্বশীল সংকলন বাংলাভাষী পাঠকদের সামনে হাজির করার চেষ্টা করেছেন অনুবাদক। সিঙ্গারের চরিত্রগুলোর সংকট বহুমুখী। ইউরোপীয় রাজনৈতিক পরিমণ্ডলে কোনঠাসা অথচ চিরায়ত তাওরাত ও ইঞ্জিলের ধর্মীয় আবহ ধরে রাখতে প্রাণপণ সংগ্রামরত ইহুদী সম্প্রদায়ের নৈতিক ও বাস্তব জীবনের টানাপড়েন তার মানুষগুলোকে অস্থির বানিয়ে রাখে; অভাবনীয় ঘটনাপ্রবাহ তাদের জবিনকে কিছুতেুই আর সরল-স্বাভাবিক থাকতে দেয় না। সহজেই প্রলোভনের ফাঁদে ধরা পড়ে এরা; আর পরিণামে ছিন্নভিন্ন হয়–পরিবার, গ্রাম, জনপদ।
তার কাহিনিগুলোর ছোট সব জনপদের অসুখী-অচরিতার্থকাম মানুষেরা শুধু বাস্তবতার পীড়নেই দিশেহারা নয়, শয়তান আর অশুভ সব শক্তিও তাদের নিয়ে ছেলেখেলা করতে ছাড়ে না।
Reviews
There are no reviews yet.