বাংলাদেশের আমলাতন্ত্রে লেখকের যাত্রা ১৯৮২ সালে। সে বছরই এর নাম হয় ‘বাংলাদেশ সিভিল সার্ভিস’-বিসিএস। এর আগে নানা নামে পরিচিত ছিল এই স্রোতধারা। আমলাতন্ত্রের এই মূল স্রোতধারায় লেখক তাঁর জীবনের অমূল্য বত্রিশ বছর কাটিয়েছেন। নানা জায়গায় নানা পদে অনেক গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োজিত থেকেছেন তিনি। তাঁর অবস্থান ছিল এর অন্তঃপুরে। হয়েছেন অন্তঃপুরের অনেক ঘটনাপঞ্জির প্রত্যক্ষদর্শী। এর পাত্র-পাত্রীদের দেখেছেন খুব কাছ থেকে। প্রশাসনযন্ত্রের অন্দরমহলের রঙ্গমঞ্চে এসব পাত্র-পাত্রীর অনেকে অভিনয় করে গেছেন প্রবল প্রতিপত্তি ও দাপটের সাথে। কেউ নায়ক হয়েছেন, কেউ খলনায়ক। কতিপয়ের শক্তিমত্তায় বহুজন নিষ্পেষিত হয়েছেন। অধিকাংশ জন নীরবে অবাক চোখে তাকিয়ে দেখেছেন। আমলাতন্ত্রের অন্তঃপুরে ঘটে যাওয়া তাঁর সময়কালের না-বলা ও অ-জানা বিষয়ে প্রত্যক্ষদর্শীর এক অনবদ্য বর্ণনা এই গ্রন্থ। কালের সাক্ষী হয়ে পাঠকের সামনে উপস্থাপন করেছেন তিনি আমাদের আমলাতন্ত্র ও প্রাসঙ্গিক হালচালকে। ১৯৮২ থেকে ২০১৬ সাল বিস্তৃত চালচিত্রকে এ যেন এক কালের পুরাণ। নিঃসন্দেহে এক জীবন-সাহিত্য।
Reviews
There are no reviews yet.