“বেশকাল পর টানা সুরে তোমার সুনাম রচনা করিতে বসে কিছুই আসে না মনে…বেগম আখতার বারবার না না করে কাঁপিয়ে দিচ্ছেন নির্জন বিকাল…কান ওদিকে ঘুরেছে ঠিক মন তবু টানা সুরে তোমার কিছুটা ছায়া গেয়ে যেতে বাসনা বেঁধেছে…তবে হোক গান শুধু শীতরাত দূর কোনো পাহাড়ের বনে…কেমন প্রশান্ত মাঠ…ভাটিয়ালি সুরে তারে কত না সহজে বলো বাঁধা যেত যদি সুর আয়ত্তে থাকিত…তবু আমি সুর বাঁধি…কথা বেশ কমেটমে সুরেলা সুবাস হয়ে ফুটে রয় এখানে সেখানে…তাতে আমি অযথা জড়াই না তো বেদনার রঙ…এই বলে বাইরে তাকিয়ে দেখি শিশুরা খেলছে বল…রোদের ভিতর কত শিশুকাল এমনি লুকিয়ে আছে…ঠিক যেন তুমি আছ সকল গানের মাঝে গান হয়ে…হয়তো বলতে চাই বনের ভিতর যত বন হয়ে শীতের শুরুতে…সব ফুলের উপাধি জানা খুব বেশি উপকারি নয়…এর মাঝে হারানো বনের দিন লুকানো রয়েছে…আমি কি তাতেই মজে টানা সুরে বেঁধে যেতে এ গান মনের কাছে আর্জি রেখেছি…আসলে হদিস জানা নাই!”
এই প্রকার বহু কবিতা মুজিব ইরম প্রণীত উত্তরবিরহচরিত গ্রন্থে পাওয়া যাবে।
Reviews
There are no reviews yet.