১৯৭১ সালে পূর্ব পাকিস্তান কমিউনিস্ট পার্টি(এম-এল)-এর নেতৃত্বে যশোর অঞ্চলে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে জাতীয় যুদ্ধ গড়ে তোলার গৌরবময় চেষ্টা নিয়ে রচিত এই গ্রন্থ। মুক্তিযুদ্ধের ইতিহাসের অনেক উপাদান আজও অগ্রন্থিত, বিশেষ করে দেশের ভেতরেই থেকে যাঁরা মুক্তিযুদ্ধকে জনযুদ্ধে রূপান্তরের চেষ্টা করেছিলেন, বোধগম্য কারণেই তাঁদেরকে ইতিহাসে অনুল্লেখযোগ্য রাখার একটা সচেতন তৎপরতা দেখা যায়। বর্তমান গ্রন্থটি এই অনালোচিত বিষয়ে আলোকপাত করার উদ্দেশ্যে রচিত।
একই সাথে এই গ্রন্থে ১৯৭১ সালে বাংলাদেশের কমিউনিস্ট আন্দোলন কেন কোেনা ঐক্যবদ্ধ অবস্থানে থেকে লড়াই চালিয়ে যেতে ব্যর্থ হলো, সে বিষয়েও পাঠককে ধারণা দেবে। কমিউনিস্টদের বহুধাবিভক্তি এবং পরিস্থিতির বিকাশের সাথে সাথে যথাযথ ভূমিকা রাখতে পারার ব্যর্থতা স্বাধীনতা যুদ্ধে তাঁদের কোন নির্ধারক অবস্থানে যেতে দেয়নি। এই গ্রন্থটি একই সাথে যশোর জেলার পূর্ব পাকিস্তান কমিউনিস্ট পার্টি(এম-এল)-এর সংগ্রামের কোন পরিণতিতে না পৌঁছাতে পারবারও ইতিহাস।
লেখক শুধু যশোর জেলার পূর্ব পাকিস্তান কমিউনিস্ট পার্টি(এম-এল)-এর মাঝেই তাঁর আলোচনা সীমাবদ্ধ রাখেননি। প্রাসঙ্গিকভাবেই তিনি আলোচনা করেছেন ক্রিয়াশীল অন্যান্য রাজনৈতিক শক্তিগুলোর ভূমিকা, আন্তর্জাতিক পক্ষগুলোর অবস্থান। মুক্তিযুদ্ধের যে সামগ্রিক ইতিহাস আজও রচিত হয়নি, তার একটি গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে ভবিষ্যতের ইতিহাসবিদদের কাছে ‘একাত্তরের যুদ্ধ : যুশোরে পূর্ব পাকিস্তান কমিউনিস্ট পার্টি(এম-এল)-এর বীরত্বপূর্ণ লড়াই ও জীবনদান’ বিবেচিত হবে, সেটা সুনিশ্চিত। পাশাপাশি, মুক্তিযুদ্ধ নিয়ে আগ্রহী সকল পাঠক এই গ্রন্থটি থেকে উপকৃত হবেন, এই আমাদের বিশ্বাস।
Reviews
There are no reviews yet.