“এপিকুরস, আধুনিকতা ও আমরা” গ্রন্থটি বস্তুবাদী ঐতিহ্য অনুসন্ধানে ইতিহাসের একটি বিশাল ব্যাপ্তি জুড়ে কাজ করেছে। এটির একদিকে রয়েছে গ্রিক দর্শনের সূচনাকারী থালেস থেকে এপিকুরস, মার্ক্স হয়ে ক্রিস্টফার কডওয়েল; অন্যদিকে উপনিষদের ঋষি উদ্দালক আরুণি থেকে ভারতীয় পরমাণুবাদীগণ, চার্বাকগণ হয়ে লোককবি শাহ আব্দুল করিম। বিভিন্ন বিষয়ে প্রাচ্য ও প্রতীচ্যের দার্শনিক ধারাগুলো প্রতিতুলিত হয়েছে এই অনুসন্ধানে।
ইউরোপীয় আধুনিকতা নির্মাণে এপিকুরীয় দর্শনের ভূমিকা এবং মার্ক্সীয় দর্শন গড়ে উঠার সূচনাপর্বটিকে আলোকিত করার এমন প্রচেষ্টা বাংলা ভাষায় একটি নতুন উদ্যোগ। লেখক ভারতীয় বস্তুবাদ ও পরমাণুবাদের আলোচনা করেছেন, ভারতীয় দার্শনিক ও সামাজিক-সাংস্কৃতিক পটভূমিতে এবং আমাদের সংস্কৃতিতে এর ধারাবাহিকতাও মনোযোগে এনেছেন। ভারতীয় পরমাণুবাদ নিয়ে এমন বিস্তারিত আলোচনাও বাংলা ভাষায় এর আগে হয়নি। ভারতীয় দর্শন সম্বন্ধে দুটি ছক, এ বইটির একটি অনন্য সংযোজন; যাতে ভারতীয় প্রধান-অপ্রধান সব দার্শনিক ধারাকে প্রধান দার্শনিকগণ ও গুরুত্বপূর্ণ গ্রন্থের নামসহ এদের সময়ের পটভূমিতে উপস্থাপন করা হয়েছে। এছাড়াও মানচিত্র, কালপঞ্জি ও ছকের মাধ্যমে, প্রাচীন দুনিয়া এবং ইউরোপীয় আধুনিকতার উত্তরণপর্বকে স্থান-কালের মাত্রায় দৃষ্টিগ্রাহ্য করতে চেয়েছেন লেখক।
যাঁরা চিন্তার জড়তা ও সংস্কারের মোহ থেকে মুক্তির লক্ষ্যে দর্শনের বিভিন্ন ধারা এবং এর বস্তুবাদী ঐতিহ্য পাঠে আগ্রহী, তাঁদের জন্যই এই বই।
Reviews
There are no reviews yet.