এ্যারিস্টটল-এর পলিটিকস সরদার ফজলুল করিম অ্যারিস্টটলের পলিটিকস লেখা হয়েছে আজ থেকে দুই হাজার ৩০০ বছর (খ্রিষ্টপূর্ব ৩৩৫-৩২২) আগে, কিন্তু এই গ্রন্থ নিয়ে আলোচনা আজও শেষ হয়নি। রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র-শিক্ষক, স্বৈরতন্ত্র-গণতন্ত্র ইত্যাদি বাস্তবিক শাসনব্যবস্থা নিয়ে গবেষণা ও পরীক্ষা-নিরীক্ষায় মগ্ন পণ্ডিতবর্গ এবং রাজনৈতিক দর্শনের আলোচকেরা এই একুশ শতকে এসেও অ্যারিস্টটলের পলিটিকস বাদ দিয়ে অগ্রসর হতে পারেন না।অ্যারিস্টটল প্লেটোর নিজ হাতে গড়া শিষ্য; প্লেটোর বিদ্যালয় ‘একাডেমি’তে কেটেছে তাঁর জীবনের কুড়িটি বছর। কিন্তু তিনি গুরুর মতো আধ্যাত্মিক ভবিষ্যদ্বক্তা বা প্রফেট নন। পৃথিবীর আদি বিজ্ঞানীদের তিনি অন্যতম, তাঁর জ্ঞানকাণ্ড অভিজ্ঞতাবাদী। পলিটিকস তাঁর পরিণত জীবনের রচনা, যখন তাঁর গুরু প্লেটো প্রয়াত। ৫০ বছর বয়সে লাইসিয়াম নামের বিদ্যালয় প্রতিষ্ঠার পর অ্যারিস্টটল রচনা করেছেন পলিটিকস। সমাজ, রাষ্ট্র, শাসনব্যবস্থা ও নৈতিকতা বিষয়ে এটি পৃথিবীর প্রথম একাডেমিক সন্দর্ভ। আজকের দিনে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও গবেষকেরা যে পদ্ধতিতে লেকচার ও গবেষণা সন্দর্ভ রচনা করেন, তার আবিষ্কারক লাইসিয়ামের অ্যারিস্টটল। এমপেরিক্যাল স্টাডি/রিসার্চ বা অভিজ্ঞতাভিত্তিক গবেষণা পদ্ধতির তিনি আদি গুরু।পলিটিকস লাইসিয়ামের শিক্ষার্থীদের জন্য অ্যারিস্টটলের তৈরি করা লেকচার নোটের গ্রন্থিত রূপ।
Reviews
There are no reviews yet.