যে–কোনো ধরনের লেখা পড়ার সময় যতিচিহ্নের দেখা পেলে আমরা যেমন একটু থামি, তেমনই সাহিত্যের পাঠকদের কোনো কোনো লেখকের কাছে এসে থামতে হয়। সেই বিরতি বা বিরাম কিংবা থামার ধরন এবং সময়টি হয় বিভিন্ন রকম। যেসব পাঠক অনেক লেখককে পাঠ করেন, তাঁরা কোনো কোনো লেখকের কাছে এসে সামান্য একটু থেমে এগিয়ে যান আরেক লেখকের দিকে, কোনো লেখকের কাছে এসে থামেন একটু বেশিক্ষণের জন্য, ভাবেন―আরেকটু নিবিড়ভাবে পড়ে দেখতে হবে তাঁকে; কোনো লেখকের কাছে এসে দাঁড়িয়ে পড়েন―অনেকক্ষণ ধরে বা অনেকদিন ধরে ভাবেন তাঁকে নিয়ে। আবার কোনো কোনো লেখককে আবিষ্কার করেন বিস্ময় হিসেবে! কোনো কোনো লেখককে নিয়ে কি প্রশ্নও তৈরি হয় না? হয় তো! আর তাই পাঠকদের কাছে সেইসব লেখকরাও যেন একেকটি যতিচিহ্ন। এই সময়ের এক সংবেদী এবং বরেণ্য কথাশিল্পী আহমাদ মোস্তফা কামাল বাংলাদেশের সেরকমই ন’জন কথাশিল্পী এবং একজন কবিকে নিয়ে অনবদ্য–অন্তরঙ্গ–বৈঠকি ভঙ্গিতে আলাপ করেছেন এই বইতে। খুঁজে দেখতে চেয়েছেন তাঁদের ব্যক্তিসত্তা এবং শিল্পীসত্তার লুক্কায়িত রূপ। আসুন প্রিয় পাঠক, আমাদের শক্তিমান লেখকদের সেই অচেনা রূপকে চিনে নিই এই বইয়ের অসামান্য লেখাগুলোর ভেতর দিয়ে।
Sale!
Only logged in customers who have purchased this product may leave a review.
Reviews
There are no reviews yet.