বৈষম্য, নিবর্তন, সংঘাত আধুনিক ধনবাদী ব্যবস্থার অঙ্গাঙ্গী বৈশিষ্ট হলেও সাম্প্রতিক সময়ে বিশ্বব্যাপী আধিপত্যের এইসব উপাদান নতুন নতুন রূপে হাজির হচ্ছে। এর সাথে সঙ্গতি ধরে শাসনব্যববস্থাতেও ঘটে যাচ্ছে বিপুল বদল। বিশ্বব্যাপী কর্তৃত্ববাদের উত্থান এক নতুন বাস্তবতা হিসেবেই হাজির। বর্তমান গ্রন্থটি বিশ্বের নানা প্রান্তের বাস্তবতা এবং একই সাথে এর বিরুদ্ধে জনগণের লড়াইয়ের অভিজ্ঞতা নিয়ে বিভিন্নজনের লেখার একটি সংকলন।
এই সংকলিত গ্রন্থ পাঠে বাংলাভাষী পাঠক একদিকে যেমন বর্তমান বিশ্বের সাম্প্রতিক স্বরূপ নিয়ে ধারণা পাবেন, তেমনি এই বাস্তবতার সাধারণ দিকগুলির দিকে তাকালে সহজেই বুঝবেন বাংলাদেশও এর থেকে বিচ্ছিন্ন নয়। সংকলক ও অনুবাদক কল্লোল মোস্তফা কেবল বিশ্বের বিভিন্ন স্থানের বাস্তবতা তুলে ধরতেই নয়, আজকের সময়ের সবচেয়ে গ্ররুত্বপূর্ণ এইসব বাস্তবতার বিরুদ্ধে বিভিন্ন অঞ্চলের মানুষের লড়াইয়ের অভিজ্ঞতা থেকে সাধারণ দিশাও যাতে পাঠক অনুধাবন করেন সেদিকেও নজর রেখে লেখা বাছাই করেছেন।
বিদ্যায়তনের শিক্ষার্থীদের যেমন, তেমনি বর্তমান সময়ের বিশ্ববাস্তবতা বুঝতে আগ্রহী সকলেরই এই গ্রন্থ বিশেষ কাজে লাগবে।
Reviews
There are no reviews yet.