কুমকুম দত্ত তরুণ প্রজন্মের প্রতিশ্রুতিশীল কবি। তার ছোট ছোট পঙ্ক্তির কবিতায় উচ্চারিত হয় সময়ের নানা সংবেদ। জীবন ও জগৎ উন্মোচিত হয় তার মতো করে। এক ধরনের আনন্দ-বেদনার অর্কেস্ট্রার সুর ধ্বনিত হয় যেন। তার অন্তর্গত বোধে সাম্যের মানুষেরা উঠে আসে অস্থিচর্মসার রূপে। সংসারে থেকেও চন্দ্রগ্রস্ত কবি সন্তরণ করে নক্ষত্রমণ্ডলে। অচেনা রাস্তায় হেঁটে যায় নিদ্রাতুর। রাধিকার প্রেমের কাঙাল কবি চৌরাশিয়ার বাঁশিতে ফুঁ দিয়ে নিভিয়ে দেয় শব্দের রঙ । ‘পোয়াতি চাঁদের’ রূপকল্পে নির্মাণ করে নেয় মেট্রোপলিটন জীবনের জলছবি। ‘আমারে প্রেম দিয়া বাঁধো দরদি মুর্শিদ’-এর মতো লোকায়ত বিশ্বাসের কথকতা যেন বাউলের একতারায় ঝংকার তোলে। স্মৃতির শূন্যতা তার কবিতায় নানাভাবে মূর্ত হয় । জীবনানন্দীয় বিপন্নবোধ তাকে সারাক্ষণ তাড়িত করে। আবার শরতের আসমানের পেঁজা তুলোর মেঘ ঢেকে ফেলে তার মনোভূমি। উপমায় সাজানো মৃত্যুর দুয়ার খুলে রাখে কবি। শুধু ছন্দের অনায়াস শিকলে তাকে বাঁধতে পারলেই উত্তীর্ণ কাব্যের শীর্ষে পৌঁছানো যেত। কবি আগামী দিনে আরও শিল্প-সফল কবিতা উপহার দেবে প্রত্যাশা করি ।
…এজাজ ইউসূফী
Reviews
There are no reviews yet.