বাংলাদেশ হয়ে দাঁড়িয়েছে প্রধানত বাঙালির, মুসলমানের, শিক্ষিতজনের, বিত্তবানের এবং পুরুষের দেশ। এই উপেক্ষিত বাস্তবতার আলোকেই লেখা হয়েছে এই গ্রন্থে সংকলিত বিবিধ রচনা। বাঙালি ভিন্ন অন্য জাতিগোষ্ঠীগুলোকে আদিবাসী হিসেবে মেনে নিতে অস্বীকার করে তাদের উপজাতি হিসেবে চিহ্নিত করার পাশাপাশি বাংলাদেশ রাষ্ট্রে প্রান্তিকতার আরও কিছু রূপ গ্রন্থটিতে তুলে ধরা হয়েছে লেখকের নিজস্ব অভিজ্ঞতা, পর্যবেক্ষণ ও বিশ্লেষণের ভিত্তিতে। এসব রচনায় প্রসঙ্গক্রমে উঠে এসেছে দেশের বিভিন্ন প্রত্যন্ত জনপদে বাসকরা ম্রো, ত্রিপুরা, গারো, ওরাঁও, সান্তালসহ নানান প্রান্তিক জাতির মানুষদের কথা; ভিটামাটি হারানো, হত্যা, ধর্ষণসহ তাদের অহরহ মুখোমুখি হতে হয়, এমন অনেক ঘটনার বিবরণ। তবে প্রান্তিকতার খাদে থাকা মানুষদের ক্ষোভ বা হতাশাকে বড় করে দেখানোর বদলে অধিকাংশ রচনাতেই সামনে আনা হয়েছে তাদের সংগ্রামের কাহিনী, এবং আহ্বান জানানো হয়েছে সুদূরপ্রসারী স্বপ্ন, যথাযথ সংকল্প ও নিরলস প্রয়াসের মাধ্যমে সব প্রতিকূলতা কাটিয়ে ওঠার।
Reviews
There are no reviews yet.