মোজাফ্ফর হোসেন একইসঙ্গে কথাসাহিত্যিক, অনুবাদক ও সাহিত্য–সমালোচক। তিনি ইংরেজি ভাষা ও সাহিত্যে উচ্চশিক্ষা গ্রহণ করেছেন। বিশ্বসাহিত্য ও সাহিত্যের একাডেমিক পাঠ তাঁর সাহিত্যচর্চার অন্যতম প্রধান বিষয়। কথাসাহিত্য, সাহিত্যের ন্যারেটিভ, ডায়াসপোরা সাহিত্য, সমালোচনা সাহিত্য, তুলনামূলক সাহিত্য, সাহিত্যের তত্ত্ব ও বিশ্বসাহিত্যের বিবিধ প্রসঙ্গ ধরে মোজাফ্ফরের লেখা প্রবন্ধগুলো একসঙ্গে গ্রন্থিত হলো। সাহিত্যের কিছু জটিল বিষয়–এবং বাংলাদেশে অনালোচিতও বটে–এখানে সহজভাবে নির্মেদ গদ্যে উপস্থাপিত হয়েছে। তাই পাঠকমাত্রেই বইটির রস আস্বাদন করতে সমর্থ হবেন।
প্রবন্ধসাহিত্যের পাঠ ও চর্চা–বিশেষ করে সাহিত্যসমালোচনামূলক সাহিত্যের ক্ষেত্রটা–বাংলাদেশে যথেষ্ট অবহেলিত পর্যায়ে আছে। সমালোচনা সাহিত্যের প্রভাব সৃজনশীল সাহিত্যেও পড়ে। সমালোচনা সাহিত্য বা সাহিত্যের একাডেমিক পাঠ দুই ভাবে কাজ করে–এক. সৃজনশীল লেখককে তাঁর রচনার দুর্বলতার পাশাপাশি সম্ভাবনার দিকটি দেখিয়ে দেয়। দুই. পাঠকের মধ্যে সাহিত্যরুচি সৃষ্টি করে তার সামনে একটি টেক্সটের সম্ভাব্য উপযোগগুলো উন্মোচন করে। তাই বর্তমান গ্রন্থটি মননশীল, সৃজনশীল লেখকদের পাশাপাশি সাহিত্যের সাধারণ পাঠকদের জন্যও উপকারী পাঠ হিসেবে বিবেচিত হতে পারে।
Reviews
There are no reviews yet.