সদ্য স্বাধীন বাংলাদেশের গতিমুখ আলোচনা ও ঔৎসুক্যের শেষ নেই। কী ছিল বঙ্গবন্ধুর উন্নয়নদর্শন, কীভাবে তিনি গড়তে চেয়েছিলেন যুদ্ধবিধ্বস্ত দেশটিকে, কৃষি-শিল্প নিয়ে তাঁর ভাবনা কী ছিল, কতদূর সাফল্য পেয়েছিলেন, কোন কোন ক্ষেত্রে অর্জন যথেষ্ট ছিল না, তাঁর রাজনৈতিক তৎপরতার পরম্পরা কীভাবে তাঁকে তৈরি করেছিল– এসব প্রসঙ্গ নিয়ে পূর্ণাঙ্গ ও বিস্তৃত একটি গবেষণাগ্রন্থ বঙ্গবন্ধুর উন্নয়নদর্শন: দারিদ্র্যমুক্ত পরিকল্পিত বাংলাদেশ অভিমুখে।
অধ্যাপক এম. এম. আকাশ একজন অর্থনীতিবিদ হিসেবে ইতিহাসের আলোকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উন্নয়নদর্শনকে বোঝার চেষ্টা করেছেন। বঙ্গবন্ধুকে নিয়ে অধিকাংশ রচনায় নির্মোহ বিশ্লেষণের চেষ্টার চেয়ে স্তুতিই বেশি দেখা যায়। তিনি চেয়েছেন ‘মানুষ বঙ্গবন্ধু’কে তাঁর সময়ের প্রেক্ষিতে বিবেচনার একটি পদ্ধতিগত রূপরেখা তৈরি করতে। ফলে বঙ্গবন্ধুর রাজনৈতিক অভিযাত্রার সূচনা থেকে একদম শেষ পর্যন্ত তাঁর চিন্তার বিকাশকে লেখক যেমন ধরতে চেয়েছেন, তেমনি যে রাজনৈতিক ও অর্থনৈতিক কর্মসূচিগুলো দিয়ে বঙ্গবন্ধু রাষ্ট্রটিকে আমূল রূপান্তরের উদ্যোগ নিয়েছিলেন, তারও একটি প্রাতিষ্ঠানিক মূল্যায়ন তিনি গ্রন্থটিতে হাজির করেছেন। এ বিবেচনায় বলা যায়, বঙ্গবন্ধুর সমাজ ও অর্থনৈতিক ভাবনা বিষয়ে এই গ্রন্থটি হাতে গোণা অল্প কয়েকটি গবেষণা গ্রন্থের একটি বলে বিবেচিত হবে।
লেখক এ গ্রন্থটি রচনায় নতুন ও পুরনো অজস্র উপকরণ ব্যবহার করেছেন, প্রয়োজন মোতাবেক সমকালীন অর্থনেতিক গতিধারা বিশ্লেষণ করেছেন, রাজনৈতিক প্রেক্ষাপটকে নতুন করে মূল্যায়ন করেছেন এবং এর মাধ্যমে বঙ্গবন্ধুর এমন একটি স্বতন্ত্র মূল্যায়ন হাজির করেছেন যেটি ইতিহাস, অর্থনীতি ও সমাজবিজ্ঞানের বিচারে মৌলিক একটি কাজ হিসেবে বিবেচিত হবে।
Reviews
There are no reviews yet.