buy-books-online
Call Now
0
0
Sale!

বাংলা গানের বর্তমান ও আরো

Original price was: ৳ 550.00.Current price is: ৳ 440.00.

Category:
নাম বাংলা গানের বর্তমান ও আরো
লেখক করুণাময় গোস্বামী
প্রকাশনী বেঙ্গল পাবলিকেশনস
দেশ বাংলাদেশ
ভাষা বাংলা

বাংলাদেশেই রবীন্দ্রনাথ প্রথম আনুষ্ঠানিকভাবে গান করেন। ১৮৯০ সালে জমিদারি পরিচালনার জন্য শিলাইদহ আসেন। বাংলাদেশের সঙ্গে তাঁর জীবনব্যাপী সম্পর্ক গড়ে ওঠে। শাহজাদপুর, পতিসর, শিলাইদহ ও পাবনা – এ চারটি স্থানে বসে অন্তত ৬৮টি গান রচনা করেন। ১৯২৬ সালে ঢাকাসহ কয়েকটি জনপদ ভ্রমণ করেন। ভ্রমণের উদ্দেশ্য ছিল রবীন্দ্রসাহিত্য পঠন ও রবীন্দ্রসংগীত শিক্ষণ সম্পর্কে পূর্ববাংলায় ব্যাপক উৎসাহ সৃষ্টি করা। ১৯৬৩ সালে ছায়ানট প্রতিষ্ঠিত হলে ওয়াহিদুল হক রবীন্দ্রসংগীত প্রশিক্ষণের দায়িত্ব নেন। ধীরে ধীরে বাংলাদেশে রবীন্দ্রসংগীতের চর্চা শুরু হয়।
বাংলা গানের পঞ্চাশ বছর শিরোনামের প্রবন্ধে বলা হয়েছে, গায়ক আবদুল আহাদ ছিলেন প্রথম বাঙালি মুসলমান, যিনি রবীন্দ্রনাথের জীবদ্দশায় শান্তিনিকেতন থেকে রবীন্দ্রসংগীতে স্নাতক হন। এ প্রবন্ধটির অন্য একটি অংশে পাওয়া যায়, রবীন্দ্রসংগীতের মতো নজরুলসংগীতের প্রতিও ঢাকার গায়ক সমাজে আগ্রহ তৈরি হয়। অবশ্য তখন নজরুল বয়সে তরুণ। ১৯৮৫ সালে ঢাকায় স্থাপিত হয় নজরুল ইনস্টিটিউট। তাঁর গান উপস্থাপনের জন্য বিভাগ-পূর্ববর্তীকাল থেকেই প্রবল আগ্রহ ছিল ঢাকায়। বিভাগ-পরবর্তীকালে সে আগ্রহ প্রবলতর হয়। নজরুলের অসুস্থ অবস্থায় কলকাতা বেতার গ্রামোফোন কোম্পানিতে তাঁর গান সম্পর্কে আগ্রহ কমতে থাকে। দেশ বিভাগের ডামাডোলে তা আরো কমে আসে। কিন্তু স্বাধীনতার পরে নজরুলকে ঢাকায় নিয়ে আসা হলে পুনরায় শুরু হয় নজরুলসংগীতচর্চা। লেখক এ-অংশে আমাদের বলে গেছেন, রবীন্দ্রসংগীতের মতো নজরুলসংগীতচর্চার প্রধান কেন্দ্র হিসেবে যে ঢাকাকেই গণ্য করা হবে, সে বিষয়ে নিঃসংশয় হওয়া যায়।
বাংলা গান বর্তমানে একটি তীব্র সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে। সে না পারছে অতীত অর্জনের সূত্রকে সৃজনশীলভাবে প্রাসঙ্গিক করে তুলতে, না পারছে আফ্রো-আমেরিকান বা আফ্রো-ইউরোপিয়ান গতির উদ্যমে বলীয়ান সংগীতবুদ্ধিকে নিজের সঙ্গে যথার্থভাবে মিলিয়ে নিতে। বাংলা গান এখন না ঘরের, না ঘাটের। এ বিষয়টি নিয়ে যথেষ্ট আলোচনা হওয়ার প্রয়োজন। আমি একটি ছোট্ট সূচনা করলাম। গ্রন্থে সংকলিত অন্য প্রবন্ধগুলোও বাংলা গানের কিছু গুরুত্বপূর্ণ দিকের ওপর আলোকপাত করবে।

Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.

করুণাময় গোস্বামী

Shopping Cart
বাংলা গানের বর্তমান ও আরো
Original price was: ৳ 550.00.Current price is: ৳ 440.00.