“বার্গাস ইয়োসার মুখোমুখি গার্সিয়া মার্কেস” ফ্ল্যাপের লেখা: ১৯৬৭ সালের ৫ ও ৭ সেপ্টেম্বর, দুই তরুণ প্রতিভাবান লেখক মারিয়ো বার্গাস ইয়োসা আর গাব্রিয়েল গার্সিয়া মার্কেস যাদের ঝুলিতে তখনও নোবেল পুরস্কার জমেনি-মুখোমুখি হয়েছিলেন বেনেসুয়েলার রাজধানী কারাকাসে।
লাতিন আমেরিকান উপন্যাস নিয়ে এই দুই লাতিন আমেরিকান গদ্যকারের সেই কথাবার্তা ধারণ করে গ্রন্থাকারে প্রকাশ করেছিল কর্লোস মিইয়া বাত্রে প্রকাশনা সংস্থা এখন থেকে ৪৬ বছর আগে। আজ পর্যন্ত ইংরেজিতে এর কোনো অনুবাদ বের হয়নি, বাংলাতে তো নয়ই। এস্পানিয়েল থেকে বইটির সরাসরি অনুবাদ করলেন রফিক-উম-মুনীর চৌধুরী।
ভুবনখ্যাত কীর্তিমান এই দুই লেখকের এই কথোপকথন লাতিন আমেরিকার উপন্যাস, সমাজ ও সংস্কৃতি সম্পর্কে বিশেষ করে গার্সিয়া মার্কেস বিষয়ে সামান্য হলেও পাঠকেরা কিছু জানতে পারবেন। কথোপকথনে বার্গাস ইয়োসাই মূলত প্রশ্নকারী আর গার্সিয়া মার্কেস জবাব দিচ্ছেন।]
Reviews
There are no reviews yet.