সমাজপ্রগতির সাথে বৌদ্ধিক অগ্রগতিরসম্পর্ক নিয়ে বিশ্লেষণাত্মক একটি বই ‘বুদ্ধির মুক্তি এবং আমাদের মুিক্ত’। স্বাধীন ও মুক্ত চিন্তার চর্চার বিষয়টিকে এই গ্রন্থে শুধু ইউরোপের অভিজ্ঞতার আলোকে পর্যালোচনা করা হয়নি, বরং আমাদের নিজস্ব অভিজ্ঞতা ও ঐতিহ্যের মাঝেও তার পথরেখা সন্ধানকরা হয়েছে। মুক্তির ধারণাটির দার্শনিক ও ঐতিহাসিক পর্যালোচনার পাশাপাশি মনিরুল ইসলাম সাহিত্য, সংস্কৃতি ও বিজ্ঞানচিন্তায় এর ছাপ নিয়ে সবিস্তারে আলাপ করেছেন। প্রসঙ্গক্রমে এসেছে উত্তরআধুনিক চিন্তাধারার পর্যালোচনা, নারীর সামাজিক অবস্থানের সমাজতাত্তি¡ক কার্যকারণ অনুসন্ধান, মুক্তবুদ্ধি চর্চার সাথে সমাজের বিকাশের সম্পর্ক, মানুষের জৈবিক ও মনস্তাত্বিক গঠনের সাথে মুক্তির ধারণার সম্পর্ক, জৈববিজ্ঞানচর্চার গুরু ইত্যাদি বিচিত্র প্রসঙ্গ। এমনকি রাষ্ট্র ও শাসকশ্রেণি বিজ্ঞানকে তার নিজের স্বার্থে কতদূর অগ্রসর হতে দেয়, কোন কোন স্থানে প্রতিবন্ধকতা তৈরি করে, সেই রাজনৈতিক প্রেক্ষিতগুলোও তার নজর এড়ায়নি।
চিকিৎসাবিদ্যার অধ্যাপক মনিরুল ইসলাম কয়েক দশক ধরে যুক্ত রয়েছেন এদেশের সাংস্কৃতিক ও বিজ্ঞান আন্দোলনের সাথে। সমাজে বিজ্ঞান চেতনা ছড়িয়ে দেয়ার কাজে সংযুক্তির দীর্ঘ অভিজ্ঞতা থেকেই ‘বুদ্ধির মুক্তি এবং আমাদের মুক্তি’ নামের এই গ্রন্থটির প্রবন্ধগুলো লেখা হয়েছে। সমাজের মুক্তিকে যারা বুদ্ধিবৃত্তির আলোতে বিচার করতে চান, সমজের মুক্তির জন্য যারা কাজ করে যাচ্ছেন, কিংবা বিজ্ঞানের সাথে সমাজে সাধারণভাবে নারীর অবস্থান, মানুষের অধিকার, সংস্কৃতি, জ্ঞানচর্চা ইত্যাদি বিষয়কে মিলিয়ে বুঝতে চান, তেমন সকল পাঠকই ‘বুদ্ধির মুক্তি এবং আমাদের মুক্তি’ গ্রন্থটি থেকে বহুবিধ চিন্তার সূত্র পাবেন।
Reviews
There are no reviews yet.