সমকালীন কবিতা।
“… কবি ইসমত শিল্পী কবিতা লিখছেন মধ্য-আশির দশক থেকে। তাঁর কবিতা পাঠে জীবনের প্রতি প্রগাঢ় স্পন্দন জন্মায়। অনুভব নানা রূপ রং রসে বর্ণিল হয়ে ওঠে। ‘মুখ জুড়ে সমাহিত রোদ’-এর কবিতাগুলোর দর্শন, কাব্যভাষা ও নির্মাণের স্থঅপত্য এককথায় অনন্য। কবি তাঁর শক্ত অবস্থান তৈরি করতে পেরেছেন। স্বতন্ত্র স্বর হিসেবে মহাকালের পৃষ্ঠায় তিনি সমাদৃত কবিকণ্ঠ। ভাবনা ও দর্শনের ঋজুতা, বেপরোয়া গাঁথুনি, নিরাপস অভিব্যক্তি, আত্মজৈবনিক সরলতা ও চাতুর্যহীন নির্মাণই তাঁর কবিতাকে বিশিষ্ট করে তুলেছে। ইসমত শিল্পীর কবিতা ক্লান্তিকর নয়, জোর করে পড়তে হয় না। পড়ার আনন্দেই পড়া হয়–আর দার্শনিক ভাবনার ছোঁয়ায় পাঠকের মনে অনুভবের ফুল ফোটে। কবি ইসমত শিল্পী আমাদের কাব্যভুবনকে আলোকিত করবে। –শেখ ফিরোজ আহমদ।
Reviews
There are no reviews yet.