হুমায়ুন আজাদ, শ্বাসরুদ্ধকর প্রতিক্রিয়াশীলতার দীর্ঘ ছায়ার নিচে বহমান এক জনগোষ্ঠীর ভেতরে থেকেও কাটিয়েছেন জোতির্ময় জীবন। দেখেছেন রুগ্ন ব্রাজনীতির রোষানলে পড়ে নষ্ট হচ্ছে বাঙালির শরীর ও মন। তার ভাষা ও প্রতিষ্ঠান, তার সমাজ ও রাষ্ট্র। তার সামাজিক, রাজনীতি, অর্থনৈতিক ও শৈল্পিক জীবনে। অন্ধকারের মত ধেয়ে আসছে ভয়াবহ স্থবিরতা। এই পারিপার্শ্বিক জীবনের গভীর হতাশা থেকে প্রশ্ন। তুলেছেন, “আমরা কি এই বাঙলাদেশ চেয়েছিলাম? যেখানে বাকস্বাধীনতা, মুক্তচিন্তা, বিজ্ঞানমনস্কতা ও মানবাধিকার মুখ থুবড়ে পড়েছে। হুমায়ুন আজাদ ব্যক্তিস্বাধীনতার উদ্ধত অহমিকায় দুর্বৃত্তায়িত ক্ষমতাকে কেন্দ্রের উন্মুক্ত তরবারির নিচে মাথা রেখে বিক্ষোভ তুলেছেন বর্ণমালায়। তাঁর রাজনৈতিক প্রবন্ধাবলীতে তাঁর চারপাশের দুঃশাসন, দারিদ্র, দুর্নীতি, হত্যাকাণ্ড, দুর্ভিক্ষ, ধর্মীয় উন্মাদনা, ক্ষমতা ও অর্থ গপ্লদের উন্মত্ততা এবং শিল্প-সাহিত্যের বিকলগ্রস্থতার কথা বর্ণনা করেছেন বিক্ষুব্ধ ভাষায়। অবসান চেয়েছেন, এই সব মানবাধিকারহীন নিপীড়ন ও বর্বরতা ও বর্বরতার নিরঙ্কুশ উল্লাসে ভরা অন্ধকারময়তার।
Reviews
There are no reviews yet.