রাজনীতি ও অর্থনীতি নিয়ে পৃথক পৃথক চর্চা ও প্রকাশ থাকলেও একসঙ্গে দেখার অনুপস্থিতি প্রায়ই চোখে পড়ে। রাজনৈতিক বন্দোবস্ত ও অর্থনৈতিক ফলাফল গ্রন্থটি এদিক থেকে কেবল ব্যতিক্রমই নয়, অর্থনীতির উপকরণসমূহ তথা পুঁজি, শ্রম, ভূমি, প্রযুক্তি ও রাজনৈতিক বন্দোবস্ত চলকসমূহ–রাষ্ট্র ও তার সব প্রতিষ্ঠান, ক্ষমতা ও ক্ষমতার (অপ)ব্যবহার, মধ্যবর্তী শ্রেণিসমূহের নাগরিক রাষ্ট্র নির্মাণের আকাঙ্ক্ষা, পৃষ্ঠপোষকতা প্রাপ্তির দৌড় আর ব্যক্তির সমর্পিত নির্লিপ্ততার আন্তঃসম্পর্ক ও মিথস্ক্রিয়ার আখ্যান হাজির করার ক্ষেত্রে নতুন মাত্রা সংযোজন করেছে। বাংলাদেশের প্রতিষ্ঠালগ্ন থেকে শাসনকাল ভাগ করে তার সঙ্গে অর্থনৈতিক যোগসূত্র খোঁজা জরুরি হলেও এবং তার দৃশ্যমান অনুভূত অভাব থাকলেও প্রামাণ্য অনুসন্ধান গরহাজিরই থেকে গেছে। বর্তমান গ্রন্থটিতে অর্থনীতির নিজস্ব গুণ ও প্রকৃতির গতিময় প্রবণতার সঙ্গে শাসনাধীন কালের পরম্পরা ও পারস্পরিকতাকে চারটি অধ্যায়ে ভাগ করে মৌলিক তাৎপর্যময়ী ভবিষ্যদমুখীন পুঙ্খানুপুঙ্খ অন্বেষণের চেষ্টা পাঠকদের নতুন আগ্রহ জাগাবে।
প্রথাগত তাত্ত্বিক বিলক্ষণ হওয়ার কথা নয়। জাতীয়তা ও জাতীয়তাবাদ, ধাঁধা, উন্নয়নের গণতন্ত্র ইত্যাদি ধারণা ও কথামালার অনুত্তেজিত, নিষ্ঠ ও যৌক্তিক পাঠোদ্ধার গুরুত্ববাহী। অচলায়তনিক আরোপিত গরাদের বাইরে যেয়ে অপরিহার্য প্রশ্নগুলো মলাটবন্দি করা হয়েছে: কেন বাংলাদেশ কাঙ্ক্ষিত সামাজিক ও অর্থনৈতিক অগ্রগতি অর্জনে পিছিয়ে রয়েছে; কীভাবে রাজনৈতিক বন্দোবস্ত বাংলাদেশকে অন্তর্ভুক্তিহীন এককেন্দ্রিকতার দিকে ঠেলে দিয়েছে; কী প্রক্রিয়ায় রাষ্ট্রব্যবস্থায় বিভিন্ন বিষয়ে দ্বন্দ্বমূলক পরিস্থিতির উদ্ভব হয়েছে; কী কারণে রাষ্ট্রব্যবস্থা ক্রমাগত কিছু গোষ্ঠীর হাতে জিম্মি হয়েছে এবং কী জন্য এক পর্যায়ে একটি একেচেটিয়া রাষ্ট্রব্যবস্থা কায়েম হয়েছে? প্রশ্নগুলোর তালাশের মূল সুরে আছে নাগরিক রাষ্ট্র বিনির্মাণের আকাঙ্ক্ষা। সম্ভাবনার বাংলাদেশ সর্বজনের সর্বজনীন একটি গণতান্ত্রিক রাষ্ট্র হতে বারবার হোঁচট খেয়েছে এবং জনগণ ন্যায্য অর্থনৈতিক ফলাফল থেকে বঞ্চিত রয়েছে।
গ্রন্থটিতে তাত্ত্বিক পরিপক্বতার সঙ্গে যুক্তির উপস্থাপন ও তথ্যপ্রমাণের জাজ্বল্যমানতার সরব উপস্থিতি থাকলেও গুরুগম্ভীর, খটমটে তাত্ত্বিক বিষয়গুলো–সহজ ও প্রাঞ্জল বর্ণনাশৈলীতে বিবৃত। অর্থশাস্ত্রের প্রকাশভঙ্গিমা ও গ্রন্থনায় সংখ্যাতত্ত্ব, অংক, চিত্র, তথ্যনির্দেশের আবশ্যিকতার ভারে বিষয়বস্তুকে ন্যূব্জ না করে তত্ত্ব ও প্রমাণের মাধ্যম হিসেবে শব্দকে বেছে নেওয়ার এক নিরীক্ষা চালানো হয়েছে।
ক্ষুরধার বিশ্লেষণী আধেয়, নিরীক্ষাধর্মী রূপ ও ঠাস বুননশৈলীতে ঋদ্ধ এ গ্রন্থটি অর্থনীতির গবেষক ও শিক্ষার্থীমহলসহ উৎসুক পাঠক সকলের কাছেই সমাদৃত হবে।
Reviews
There are no reviews yet.