পুঁজির আন্তর্জাতিকীকরণের এই কালে প্রান্তস্থ পুঁজিবাদী একটি দেশে রাষ্ট্র কীভাবে কাজ করে? রাষ্ট্রের সার্বভৌমত্বের ধারণাই বা কোন মাত্রায় কার্যকর? রাষ্ট্র আছে রাষ্ট্র নাই গ্রন্থটির প্রধান মনোযোগ হচ্ছে এ বিষয়ক তাত্ত্বিক পর্যালোচনার পাশাপাশি বিভিন্ন সমসাময়িক ইস্যুকে কেন্দ্র করে রাষ্ট্রের সক্রিয়তা ও নিষ্ক্রিয়তার দিকগুলো পরীক্ষা করা।
বর্তমান বিশ্বে রাষ্ট্র নাগরিক পরিচয়ের প্রধান বাহনই কেবল নয়, নাগরিকদের জীবন মৃত্যু, জীবনের সমৃদ্ধি-বঞ্চনা-সুখ-দুঃখের প্রধান কারিগরও বটে। রাষ্ট্রের ভূমিকা প্রাণ-প্রকৃতিসহ দেশের সকল পর্যায়ের মানুষের জীবনকে প্রভাবিত করে, এমনকি পরবর্তী প্রজন্মের জীবনও তার থেকে বাদ যায় না। বলা হয়ে থাকে রাষ্ট্র হচ্ছে জনগণের, রাষ্ট্র সার্বভৌম। কিন্তু বাস্তবে দেখা যায় বিদ্যমান কাঠামোতে এর সক্রিয়তা পুঁজির পক্ষে, পুঁজির আদি সঞ্চয়ন প্রক্রিয়া নির্বিঘ্ন করতে শাসকশ্রেণির ক্ষমতার মেশিন হিসেবে স্বৈরতান্ত্রিক নানা বাহু শক্তিশালী করায়। আর নিষ্ক্রিয়তা তার প্রতিশ্রুত জনস্বার্থের দিকগুলোতে।
লেখক আনু মুহাম্মদ বর্তমান গ্রন্থে নির্দিষ্টভাবে আন্তর্জাতিক ক্ষমতা-কাঠামো ও দেশীয় শাসকশ্রেণির দ্বারা পরিচালিত বাংলাদেশের রাষ্ট্রযন্ত্রের ভূমিকা ও এর স্বরূপ সন্ধান করতে বিভিন্ন দিক থেকে আলোকপাত করেছেন। তাঁর দীর্ঘ পর্যবেক্ষণের ধারাবাহিকতা বাংলাদেশের বর্তমান ও ভবিষ্যৎ বুঝতে আগ্রহী সকলেরই চিন্তার খোরাক যোগাবে।
Reviews
There are no reviews yet.