‘সমকালীন আফ্রিকার গল্প’-এ আফ্রিকা মহাদেশের সাম্প্রতিক সময়ের নামী–দামী এবং খ্যাত–স্বল্পখ্যাত চৌদ্দটি দেশের ‘উত্তর–জাতীয়তাবাদী প্রজন্ম হিসেবে পরিচিত কুড়িজন। লেখকের কুড়িটি ছােট ও বড় গল্প এবং একজন লেখকের চারটি অণুগল্প রয়েছে। লেখকদের তালিকায় একদিকে যেমন আছেন আন্তর্জাতিক পুরস্কারে সম্মানিত ও ভিনদেশি সাহিত্য মহলে সুপরিচিত লেখক, তেমনি আছেন স্বদেশে পরিচিত এবং বিভিন্ন পুরস্কারপ্রাপ্ত উদীয়মান তরুণ লেখক । আন্তর্জাতিক মহলে পরিচিত লেখকদের মধ্যে নাইজেরিয়ার চিমামন্দ নােগজি অ্যাডিচি, জাম্বিয়ার নাম্বালি সেরপেল, কেনিয়ার ওকউইরি ওদুর, জিম্বাবুইয়ের নাে ভায়ােলেট বুলাওয়ায়াে, দক্ষিণ আফ্রিকার হেনরিয়েটা রােজ–ইনিস, লিবিয়ার হিশাম মাতার ও নাজওয়া বিন শাতওয়ান, মালাউইর স্ট্যানলি ওনযেজানি কেনানি, তিউনিশিয়ার কামেল রিয়াহি এবং ক্যামেরুনের প্যাট্রিস নানাং উল্লেখযােগ্য। এদের জন্ম ১৯৭০ থেকে ১৯৯১ সাল পর্যন্ত, অর্থাৎ সবারই বয়স পঞ্চাশের নিচে।
এই সংকলনে অন্তর্ভূক্ত গল্পগুলাের মধ্যে একটি করে গল্প অনুবাদ করেছেন রােখসানা চৌধুরী, অদিতি ফাল্গুনী, তানভীর আহসান, মেহেদী হাসান, আকতার জামিল, নাসরিন জে রানি এবং বাদবাকি গল্প অনুবাদ করেছেন ফজল হাসান। প্রতিটি গল্পের শুরুতে গল্পকারের সংক্ষিপ্ত জীবনী, বিশেষ করে তাদের সাহিত্যকর্মের পরিচয় দেওয়া হয়েছে। তার প্রধান কারণ উৎসাহী পাঠক যেন বিভিন্ন দেশের আর্থ–সামাজিক ও রাজনৈতিক পরিবেশ এবং ভিন্ন চিন্তা–চেতনার লেখকদের সাহিত্যকর্মের সঙ্গে পরিচিত হতে পারেন। এছাড়া প্রতিটি গল্পের শেষে রয়েছে গল্পসূত্র। আশা করি, সংকলনের গল্পগুলাে আফ্রিকার সাম্প্রতিক সময়ের গল্প সম্পর্কে বিদগ্ধ এবং উৎসাহী পাঠকদের মনে খানিকটা আগ্রহ সৃষ্টি করতে সক্ষম হবে এবং তাদের প্রত্যাশা পূরণ করবে।
Reviews
There are no reviews yet.