যাকির সাইদ চল্লিশ বছরেরও অধিক সময় ধরে কাব্যচর্চা করে যাচ্ছেন নিরলসভাবে। তাঁর অংসখ্য বই ইতোমধ্যে পাঠকপ্রিয়তা পেয়েছে। বাংলা সাহিত্যে যাকির সাইদ এক পরিচিত নাম। কিন্তু এবারই প্রথম ছড়াকার হিসেবে তাঁর আত্মপ্রকাশ ঘটলো। সামারা ফুল কানে মোতির দুল তাঁর প্রথম ছড়াগ্রন্থ। নিজেকে শিশু ভেবে, সেই শিশুর চোখে আধ্যাত্মিক মনোজগতকে তুলে ধরেছেন ছড়ার মাধ্যমে। ফুল, ফল, বৃক্ষ, নদী, সমুদ্র, পশু-পাখিসহ প্রকৃতির ছবি এঁকেছেন অভিজ্ঞ হাতে। ‘আমার কী নাই কাজ’ ছড়াটিতে শিশুর মনোজাগতিক ভাবনাকে ফুটিয়ে তুলেছেন দক্ষ হাতে। তারপর ‘লড়াই’ ছড়াটিও অসাধারণ। যেমনÑ
বারে বারে ফিঙ্গে হারে
অবাক হলো সবাই
ফিঙ্গে বলে ছোটর কাছে
হারতে যে খুব মজাই
তাঁর ছড়ায় উঠে এসেছে আবহমান বাংলার নানান রূপ।
‘বর্ষার ছড়া’টিও খুব সুখপাঠ্যÑ
বর্ষা মানেই বাংলাদেশের
আরেক নতুন রূপ
বর্ষা মানেই বাড়ির উঠোন
জলের ভেতর ডুব।
‘কবির জীবন’ ছড়াটিতে ফুটে উঠেছে কবির বাস্তব জীবনের চিত্র। একজন কবির কাছে তার প্রথম পছন্দ বই হওয়াটাই স্বাভাবিক। অর্থকষ্ট থাকলেও বই কেনার প্রতি কবি অকৃপণ। তাই কবি বলেন
তালি দেয়া পড়ার টেবিল
চেয়ারে নাই গদি
জোড়াতালি দিয়েও কিছু
বই কেনা যায় যদি।
ছড়াকার যাকির সাইদের সামারা ফুল কানে মোতির দুল ছড়াগ্রন্থটি তাঁর অন্যসব বইয়ের মতোই পাঠকপ্রিয়তা পাবে। শুধু শিশুরাই নয় বড়রাও বঞ্চিত হবেন না এই গ্রন্থের ছড়া পাঠের আনন্দ থেকে।
Reviews
There are no reviews yet.