সোভিয়েত উত্তরকালে দুনিয়ার দেশে দেশে মানুষের মুক্তির লড়াইয়ে যে নানা নতুন মাত্রা ও অভিজ্ঞতা দেখা গিয়েছে, ভেনেজুয়েলার জনগণের লড়াই ও হুগো শ্যাভেজের উত্থান তার মধ্যে উল্লেখযোগ্যতম ঘটনা। যুক্তরাষ্ট্র প্রশাসনের প্রত্যক্ষ বিরোধিতা মোকাবিলা করে কিউবার প্রেরণায় ভেনেজুয়েলা সেই সময় সমগ্র ল্যাতিন আমেরিকার জন্য এক নতুন অনুপ্রেরণা হয়ে উঠেছিল। বলিভিয়া, ব্রাজিল, ইকুয়েডর, গুয়াতেমালা, নিকারাগুয়াসহ বিভিন্ন দেশে জনপন্থী পরিবর্তনের রাজনৈতিক ঢেউ দুনিয়াবাসী প্রত্যক্ষ করেছে। কিন্তু শ্যাভেজের মৃত্যুর পর বিশেষ করে সাম্প্রতিক বছরগুলোতে ল্যাতিন আমেরিকা জুড়েই পুরোনো গণবিরোধী গোষ্ঠীর বিজয়ী আওয়াজ শোনা যাচ্ছে। তাহলে ভেনেজুয়েলা, বলিভিয়ায় সমাজ পরিবর্তনের রাজনীতিÑকতটা সফল কিংবা কার্যকর হয়েছে? সমাজ পরিবর্তনের শক্ত ভিত্তি কি দাঁড়ায়নি?
অধ্যাপক আনু মুহাম্মদ ২০০৮ সালে ভেনেজুয়েলায় একটি আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে গিয়েছিলেন। লেখক তাত্তি¡ক সমির আমিন সেই সম্মেলনের উদ্যোক্তা ছিলেন। সেই সময় হুগো শ্যাভেজের সাথে তাঁর সাক্ষাৎ, সম্মেলনে যোগ দেয়া আরো বিভিন্ন বিদ্বৎজনের সাথে আলোচনা এবং সর্বোপরি প্রবল প্রতিক‚লতার মধ্যে পরিবর্তনের লড়াইয়ে যুক্ত ভেনেজুয়েলার সংগ্রামী প্রাণবন্ত মানুষের অভিজ্ঞতার সাথে তাঁর পরিচয় হয়। সেই অভিজ্ঞতা থেকেই তিনি বর্তমান পরিস্থিতির পর্যালোচনা করেছেন এই গ্রন্থে।
পরিবর্তনকামী রাজনীতিতে আগ্রহী সকলেরই গ্রন্থটি কাজে লাগবে।
Reviews
There are no reviews yet.