অধ্যাপক আবদুর রাজ্জাক জ্ঞানতৃষ্ণা ও পাণ্ডিত্য নিয় একাই হয়ে উঠেছিলেন পরিপূর্ণ একটা প্রতিষ্ঠান। তাঁর মৌলিক চিন্তা ও দৃষ্টিভঙ্গি অনেককে যেমন জ্ঞানচর্চায় উৎসাহিত করেছে, তেমনই গণতান্ত্রিক চিন্তা ও বৈষম্যহীন সমাজ বিনির্মাণেও উদ্বুদ্ধ করেছে। বেঙ্গল পাবলিকেশনস থেকে ২০১২ সালে প্রকাশিত হয় ‘জ্ঞানতাপস আবদুর রাজ্জাক স্মারকগ্রন্থ’। বইটির সম্পাদক এমিরেটাস অধ্যাপক আনিসুজ্জামান। ২০১৫ সালে বইটির দ্বিতীয় সংস্করণ প্রকাশিত হয়।
দ্বিতীয় সংস্করণে যুক্ত হয় অধ্যাপক আবদুর রাজ্জাকের তিনটি অভিভাষণ এবং পাকিস্তানের উন্নয়ন-পরিকল্পনাসম্পর্কিত একটি ইংরেজি লেখা। লেখাটি অতিশয় গুরুত্বপূর্ণ। জাতীয় বাজেটে প্রতিরক্ষা খাতে ব্যয়বৃদ্ধির সঙ্গে আমাদের মতো দেশে সামরিক শাসন প্রবর্তনের যৌক্তিক সম্পর্কের কথা এতে তিনি বলেছেন। বাংলা অভিভাষণ তিনটিতেও তাঁর চিন্তার গুরুত্বপূর্ণ প্রতিফলন ঘটেছে। এ ছাড়া অধ্যাপক রাজ্জাক সম্পর্কে খালিদ শামসের একটি রচনা এই সংস্করণে যুক্ত হয়েছে। আর প্রকাশিত কয়েকটি আলোকচিত্রও এ সংস্করণে অন্তর্ভুক্ত হয়েছে।
Reviews
There are no reviews yet.