0
Sale!

ভোর হলো দোর খোলো খুকুমণি ওঠো রে

Original price was: ৳ 580.00.Current price is: ৳ 435.00.

Category:
নাম ভোর হলো দোর খোলো খুকুমণি ওঠো রে
লেখক মহিউদ্দিন মোহাম্মদ
প্রকাশনী জ্ঞানকোষ প্রকাশনী
দেশ বাংলাদেশ
ভাষা বাংলা

প্রকাশকের কথা থেকে: “… প্রশ্ন জাগতে পারে, এ বইয়ে কী আছে? এর উত্তরে বলতে হবে— কী নেই? সূচিপত্রের দিকে তাকালে বোঝা যায়— অসংখ্য গুরুত্বপূর্ণ বিষয়ে অভূতপূর্ব আলোচনা মুদ্রিত হয়েছে বইটির ছত্রে ছত্রে। সমাজ, প্রথা, ও জাতির উপর যেন এ এক শিলাবৃষ্টি। বইটিতে একটি পৃষ্ঠাও নেই, যা পড়ে পাঠকের ভাবনার জগৎ আন্দোলিত হবে না। মহিউদ্দিন মোহাম্মদের লেখার ধরন, ভাষা, চিন্তাপদ্ধতি, বিশ্লেষণী ক্ষমতা, ও গদ্যের প্রশংসা ইতোপূর্বে অনেক গুণীজনই করেছেন। তাঁর হিংসুক বা নিন্দুকরাও এটি স্বীকার করেন। তবে উনার লেখার আরেকটি বড় গুণ হলো পরিমিতিবোধ। প্রয়োজনের অতিরিক্ত কোনো বাক্য খরচ করেন না। একদম যেন মেপে মেপে লেখেন। মেদহীন ঝরঝরে গদ্য। পাদটীকা ব্যবহার করেন খুবই কম। যে-কথা সাধারণ পাঠকদের উদ্দেশ্যে বলা, সে-কথা তিনি পাঠকদের উপযোগী ভাষাতেই বর্ণনা করেন। উদাহরণস্বরূপ বিবর্তন তত্ত্বের কথা বলা যায়। এটি সম্পর্কে আগে তেমন কিছু জানতাম না। কেবল ‘বানর থেকে মানুষ এসেছে’— এরকম কিছু শুনতাম। বইপত্রেও স্পষ্ট কোনো ধারণা পেতাম না। শুধু ভাসা ভাসা বক্তব্য নজরে আসতো। কিন্তু এ বইয়ের ‘ডারউইনের বানর’ অধ্যায়টি পড়ে বিষয়টি আমার কাছে পানির মতো পরিষ্কার হয়ে গেলো। এরকম আরও অনেক বিষয় শ্রুতিমধুর ফিকশন বা কথোপকথনের মতো বইটিতে আলোচনা করা হয়েছে। একবার পড়লে বারবার পড়ার ইচ্ছা জাগে। মনে হয় কিছুই পড়া হয় নি, আবার পড়ি। একটি ব্যাপার এখান থেকে পরিষ্কার হয়। মহিউদ্দিন মোহাম্মদ যে-জিনিস নিজে বুঝেন না, সে-জিনিস কখনো অন্যকে বোঝাতে যান না। এ দিক থেকে বলা যায়, বইয়ের মাধ্যমে একইসাথে শিক্ষক ও সমাজ সংস্কারক, দুই ভূমিকাই তিনি পালন করছেন। আমরা বইটির পাণ্ডুলিপি পেয়েছিলাম অনেক আগে। কিন্তু বইটির কলেবর বড় হওয়ায়, এবং বিভিন্ন সময়ে লেখক কর্তৃক বারবার পাণ্ডুলিপিতে সংযোজন, বিয়োজন, সম্পাদনা, ও সংশোধনের কারণে তা প্রকাশে বিলম্ব হলো। কিছু অনাকাঙ্খিত ঘটনাও ঘটেছিলো, যা এখানে বলা সমীচীন মনে করছি না। বইটির সূচিবিন্যাস একটু অন্যরকম। এ জন্য পাঠ করার সময় অধ্যায়গুলোর পরম্পরা বজায় রাখা দরকার। কোনো পর্বে এক অধ্যায় বাদ দিয়ে আরেক অধ্যায় পড়লে বুঝতে অসুবিধা হতে পারে। এ দিকটি পাঠকদের খেয়াল রাখতে হবে। এ বইয়ের সব কথা সবার পছন্দ হবে, এমন নয়। অনেক কথা আপনাকে আনন্দিত করবে, কোনোটি করবে ক্ষুব্ধ। এটি আমার ক্ষেত্রেও হয়েছে। সব বিষয়ের সাথে একমত পোষণ করি নি, আবার কোনো কথাকে হেসে উড়িয়েও দিই নি। প্রতিটি কথাই ভাবনার দিগন্ত প্রসারিত করেছে এবং প্রতিটি বাক্যই গণমানুষের পক্ষে কথা বলেছে। যদিও বহু জায়গায় তিনি গণমানুষকে আঘাতও করেছেন, কিন্তু এটি গণমানুষের বৃহত্তর স্বার্থেই করেছেন বলে মনে হয়েছে। সর্বোপরি বইটি জনগণের জন্য জনগণের উপযোগী ভাষায় লেখা। আমাদের আশা, বইটি পাঠকমহলে ব্যাপক সাড়া ফেলবে। মানুষ পাবে নতুন ভোরের সন্ধান।”

Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.

মহিউদ্দিন মোহাম্মদ

Shopping Cart
ভোর হলো দোর খোলো খুকুমণি ওঠো রে
Original price was: ৳ 580.00.Current price is: ৳ 435.00.