ভারতের প্রখ্যাত ইসলামি চিন্তাবিদ ড. ফরিদা খানম সুবক্তা, লেখক ও অনুবাদক হিসেবেও সুপ্রসিদ্ধ। পিতা মাওলানা ওয়াহিদুদ্দিন খানের হাত ধরেই তিনি ইসলামের আসল উৎস কুরআন ও হাদিসের মাধ্যমে আবিষ্কার করেছেন এর মর্মবাণী। মাওলানা ওয়াহিদুদ্দিন খান সহজ আরবি এবং সমসাময়িক ইংরেজি তরজমায় কুরআনের একটি ভাষ্য রচনা করেন। এই কাজে ইংরেজি অনুবাদের ক্ষেত্রে ফরিদা খানম বিশেষ ভূমিকা রেখেছেন। ইংরেজি ও ইসলামিক স্টাডিজে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন ফরিদা খানম। ধর্মীয় রাজনীতি নিয়ে গবেষণার জন্য তিনি পিএইচডি ডিগ্রি লাভ করেন। ২৫ বছরের বেশি সময় ধরে তিনি লেখালেখি করছেন। ‘অ্যা সিম্পল গাইড টু ইসলাম, ‘লাইফ অ্যান্ড টিচিং অব প্রফেট মুহাম্মদ’ এবং ‘অ্যা সিম্পল গাইড টু সুফিজম’ তাঁর উল্লেখযোগ্য গ্রন্থ। একই সময়ে তিনি মাওলানা ওয়াহিদুদ্দিন খানের বইগুলো উর্দু থেকে ইংরেজিতে অনুবাদ করে চলেছেন। মাওলানা ওয়াহিদুদ্দিন খানের প্রতিষ্ঠিত দিল্লিভিত্তিক প্রতিষ্ঠান সেন্টার ফর পিস অ্যান্ড স্পিরিচুয়ালিটির (সিপিএস) চেয়ারপার্সন তিনি। ইসলামের আদর্শ বোঝার ক্ষেত্রে অগ্রণী হচ্ছে এর শান্তি ও আধ্যাত্মিকতা। ইসলামের শান্তি ও আধ্যাত্মিকতাভিত্তিক যে সত্যিকারের রূপ তার প্রচার ও প্রসারে তিনি নিজের জীবন উৎসর্গ করেছেন। বিভিন্ন সংবাদপত্র, সাময়িকী ও জার্নালে তিনি এ বিষয়ে নিয়মিত লেখালেখি করেন। ‘স্পিরিট অব ইসলাম’ নামের একটি মাসিক জার্নালের তিনি সহযোগী সম্পাদক। বক্তৃতা এবং টেলিভিশনের মাধ্যমে তিনি ইসলামের সত্যিকারের শিক্ষা বিশ্বের কাছে উপস্থাপন করে চলেছেন।
Reviews
There are no reviews yet.