মার্কসীয় চিন্তা ঐতিহ্যের অন্যতম প্রধান চরিত্র লুই আরথুসের। মার্কসের চিন্তার ওপর ভিত্তি করে রাষ্ট্র ও ভাবাদর্শের আন্তঃসম্পর্ক বিষয়ৈ গুরুত্বপূর্ণ কাঠামোবাদ বিশ্লেষণ হাজির করেছেন। হেগেল ও মার্কস অধ্যয়ন ও ব্যাখ্যার মধ্য দিয়ে তাঁর বুদ্দিবৃত্তিক কাজের সূচনা। ফর মার্কস এবং রিডিং ক্যাপিটাল তার সময়ের জগদবিখ্যাত দুই গ্রন্থ। পড়েছেন এবং পড়িয়েছেন প্যারিসের খ্যাতনামা প্রতিষ্টান ইকল নরমেয়েল স্যুপেরিয়র-এ। সমাজ-রূপান্তর চিন্তায়তরুণদের প্রভাবিত করেছেন ব্যাপকভাবে।১৯৪৫ পর্যন্ত জার্মানদের হাতে যুদ্ধবন্দি ছিলেন দীর্ঘদিন। বহু বছর ধরে ফ্রান্সে বিপ্লবী ও রূপান্তরবাদী রাজনীতিতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
‘আইডিওলজি এন্ড আইডিওলজিক্যাল স্টেইট অ্যাপারেটাসেস’ বিশ্বব্যাপী লুই আলথুসেরের সবচেয়ে আলোচিত লেখা হিসেবে গণ্য হতে থাকে। ১৯৬৯ সালের জানুযারি থেকে এপ্রিলের মাঝে লিখিত এই লেখায় আলথুসের মূলত দেখান–কীভাবে, কোন উপায়ে, একটা সমাজে সংখ্যালঘু শাসকেরা সংখ্যাগরিষ্ঠ জনগণের ওপর ভাবাদর্শিক আধিপত্য কায়েম করে এবং তা বজায় রাখে।
Reviews
There are no reviews yet.