বাংলাদেশের রাজনৈতিক দুর্দশা বোঝার জন্য সাংস্কৃতিক রাজনীতির তত্ত্বতালাশ কেবল কার্যকর উপায়ই নয়, বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক অভিজ্ঞতাকে বুঝতেও এই সাংস্কৃতিক রাজনীতিকে এড়িয়ে যাবার কোনো সুযোগ নেই। ‘সাংস্কৃতিক রাজনীতি ও বাংলাদেশ’ গ্রন্থে অধ্যাপক মোহাম্মদ আজম বাংলাদেশের সাংস্কৃতিক পরিমণ্ডলের একটি রাজনৈতিক বিশ্লেষণ হাজির করেছেন যা এই প্রশ্নে পাঠককে নতুন করে ভাবতে উদ্বুদ্ধ করবে।
বইটিতে লেখক এই অঞ্চলের সাংস্কৃতিক রাজনীতির কয়েকটি প্রধান দিক নিয়ে তিনটি পর্বে আলোচনা করেছেন। উনিশ-বিশ শতকের গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্ন ও প্রসঙ্গ অবলম্বনে নির্মিত হয়েছে গ্রন্থটির তাত্ত্বিক পটভূমি ও বিস্তার। পরবর্তীতে কিছু টেক্সট বিশ্লেষণ করে দেখানো হয়েছে, চেতন-অচেতন নির্মাণে ওই প্রশ্ন ও প্রসঙ্গগুলো কীভাবে কাজ করছে। শেষে আছে দুটি অনুষঙ্গ, যেগুলো কাজ করে সংস্কৃতি ও রাষ্ট্রের মধ্যবর্তী এলাকা।
দ্বিধা-বিভক্ত সাংস্কৃতিক রাজনীতি কীভাবে রাষ্ট্রের কাঠামোগত অস্তিত্বকে বিপন্ন করছে এবং এর মোকাবিলায় আমাদের সাংস্কতিক চর্চার নান ধূসর পরিসর কীভাবে নতুন পথ দেখাতে পারে সেটাই এই গ্রন্থের মূল অনুসন্ধান।
Reviews
There are no reviews yet.