বাংলা কবিতার ভাব, ভাষা, ছন্দের দীর্ঘ ও একরৈখিক ঐতিহ্য এড়িয়ে নতুন কাব্যাদর্শের চর্চায় মাইকেল মধুসূদন দত্তের তুমুল সৃষ্টিমুখরতা রীতিমতো কিংবদন্তি। পাশ্চাত্য শিল্পানুরাগে শুধু কবিতার নতুন নন্দন সৃষ্টিই নয়, ব্যক্তিগত জীবনেও মধুসূদন অত্যন্ত প্রথাবিরোধী ছিলেন। জমিদারপুত্র, কিন্তু ধর্মীয় সংস্কৃতি তাঁকে বিচ্ছিন্ন করে ফেলেছিল পিতৃ-সম্পর্কের যাবতীয় উৎস থেকে। শিক্ষা ও জীবনচর্চায় ছিলেন ইউরোপীয় আদর্শে গড়া, কিন্তু স্নায়ু ও রক্তের মধ্যে বয়ে চলেছিল স্বদেশের মাটির রস, জল ও হাওয়া। দারিদ্র্য তাঁর পিছু ছাড়েনি। ফলে গ্রহণ করতে হয়েছিল বিচিত্র পেশা। জ্ঞানচর্চা ও কাব্যসাধনায় তিনি পেয়েছিলেন সমকালীন অনেক গুণী মানুষের সান্নিধ্য। কিন্তু কতটুকু জানা যায় মধুসূদন সম্পর্কে?
খসরু পারভেজের এই বই মধুসূদন সম্পর্কে অনেক অজানা কথার ভান্ডার। বাংলাদেশে এই কবির জীবন ও সাহিত্যকীর্তি নিয়ে তিনি দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন। মধুসূদনকে নিয়ে তাঁর রচিত অনেক গুরুত্বপূর্ণ বই প্রকাশিত হয়েছে। বলা যায়, খসরু পারভেজ মধুসূদন-গবেষণায় এককভাবে যে অন্বেষা ও অনুসন্ধান করে চলেছেন তা আমাদের সাহিত্যে বেশ গৌরবের।
Reviews
There are no reviews yet.