আজফার হোসেনের এই নিরীক্ষামূলক ভ্রমণাখ্যানের ঝলমলে ও স্পন্দিত গদ্যে আছে দেহের সঙ্গে মনেরও ভ্রমণ, আছে কিছু মানুষের ও স্থানের গল্প, আছে লেখকের নিজ জীবনের কিছু গল্প, আছে গল্প নিয়ে গল্প, আছে বয়ান নিয়ে বয়ান আর আছে লঘু চালে তত্ত্বালোচনা ও সাহিত্য সমালোচনা। ভ্রমণপাগল ভবঘুরে মনের পথচলার বৃত্তান্তে আরো আছে সময়, সমাজ, সাহিত্য ও সংস্কৃতি নিয়ে কিছু রাজনৈতিক ও দার্শনিক ভাবনা, যেগুলো প্রথা ও প্রতিষ্ঠানের সঙ্গে বিরোধে জড়িয়ে থাকে। বইটির সৃষ্টিশীল পরিসরে আর মিশ্র ফর্মের অনিবার্য টানে জড়ো হয়েছে চিঠি, স্বগতোক্তি, স্মৃতিচারণ, চিন্তাচিত্র, লেখকের তর্জমায় চীনা ও হিস্পানি কবিতা এবং জীবনভ্রমণের বিচিত্র ছন্দঃস্পন্দে ভেসে বেড়ানো বিভিন্ন চিহ্ন নিয়ে গদ্য-কবিতাসহ আরো কিছু অনুষঙ্গ। বইটি ভ্রমণ, ভাষা আর ভাবনাকে অবিভাজ্য করে বাংলা ভ্রমণ সাহিত্যে নতুন মাত্রা সংযোজন করেছে।
Reviews
There are no reviews yet.